রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আজ রবিবার ভোরে যুক্তরাজ্যে গেছেন। তিনি এডিনবার্গে ২০-২২ নভেম্বর অনুষ্ঠেয় গোয়িং গেøাবাল ২০২৩: দ্যা কনফারেন্স ফর লিডার্স অফ ইন্টারন্যাশনাল টারসিয়ারি এডুকেশন (Going Global 2023: The Conference for leaders of international tertiary education) শীর্ষক সম্মেলনে যোগ দেবেন।
উল্লেখ্য এবারের সম্মেলনে বিশ্বের উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রায় ৩৫০ জন নেতৃস্থানীয় শিক্ষাবিদ অংশ নিবেন। তাঁরা সেখানে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য টাওয়ার্ডস সাসটেনেবল, স্কেলেবল এন্ড ইকুইটেবল পাটনারসিপস ইন টারসিয়ারি এডুকেশন (Towards sustainable, scalable and equitable partnerships in tertiary education) নিয়ে আলোচনা করবেন।
প্রসঙ্গত, রাবি উপাচার্য ২০২২ সালের নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একই বিষয়ের সম্মেলনে অংশ নিয়ে তিনি ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তৃতা দেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com