
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইন্জিনিয়ারিং এন্ড রিসার্চ এর নিটার সাংবাদিক সমিতির (নিসাস) এর ৩য় কার্যনির্বাহী সাধারণ নির্বাচন – ২০২৪ সম্পন্ন হয়েছে।
সোমবার নিটার সাংবাদিক সমিতি (নিসাস) ৩য় কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী আবেদন না করায় ১৭ টি পদের সবগুলোতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবযুগের প্রতিনিধি ফাহিম আলম ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খোলা কাগজের প্রতিনিধি চিন্ময় দও।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রুবায়েত রশীদ (আমাদের মুক্তকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নবনীতা ঘোষ স্বপ্নিল (বিডি নিউজ আপডেট), সাংগঠনিক সম্পাদক পদে উম্মে নাফিজা (জাগো বুলেটিন), দপ্তর সম্পাদক পদে লাবিবা সালওয়া ইসলাম (দ্য রাইসিং ক্যাম্পাস),
যুগ্ম দপ্তর সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম আদর (দেশ নিউজ), কোষাধ্যক্ষ পদে সিফার হাইদার শিবিব (দুরন্ত ‘৭১’),
এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মিঠুন দাস মিঠু (খবর প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোবাস্থির রফিক (মিডিয়া ম্যান), সহঃপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাব্রিন ইমন ( মিডিয়া ম্যান), কার্যনির্বাহী সদস্য পদে রাজ শরিফ (শিক্ষানবিশ), সাংগঠনিক সদস্য পদে মো সাদমান মোকাররম দেওয়ান (শিক্ষানবিশ), সহঃ সাংগঠনিক সদস্য পদে আসিফ ইমতিয়াজ (শিক্ষানবিশ) এবং শিক্ষানবিশ সদস্য পদে আছে ৩ জন মো. আরাফাত হোসেন ভূইয়া রাফি, আবিদা সুলতানা এশা এবং উম্মে জান্নাত জেসি।
নিসাসের ৩য় কার্যনির্বাহী সাধারণ নির্বাচন – ২০২৪ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নিসাসের সাবেক সভাপতি শান্ত মালো এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে সাবেক সহ-সভাপতি মোঃ নাসিবুল হাসান সৈকত।
নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এর ৩য় কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
