চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তিতে নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল।
সোমবার ( ১৬ ডিসেম্বর ) আগামী ১ বছরের জন্য এসোসিয়েশন উপদেষ্টা এবং সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নতুন কমিটির ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ নাজমুস সাকিব এসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করি আমাদের হাত ধরে এই অ্যাসোসিয়েশন আরো এগিয়ে যাবে। এই সংগঠনের উদ্দেশ্য হলো ভোলা জেলার শিক্ষার্থীদের একত্রিত করে তাদের কল্যাণে কাজ করা। আমরা চাই আমাদের সংগঠনের মাধ্যমে ভোলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যকে আরো সমৃদ্ধ করতে। আমি সকলের সহযোগিতা চাই, যাতে আমরা শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের সমস্যাগুলোর সমাধানে একসাথে কাজ করতে পারি। এই দায়িত্ব পালন করতে আমি সর্বদা সচেষ্ট থাকবো। সবাই আমাদের পাশে থাকবেন, যেন আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারি।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, আলহামদুলিল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বড় সুযোগ । এটি শুধুমাত্র একটি দায়িত্ব নয়, বরং ভোলা জেলার চবি শিক্ষার্থীদের সেবা করার একটি মহৎ সুযোগ। আমাদের লক্ষ্য থাকবে সংগঠনের সকল সদস্যের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সহযোগিতা বাড়ানো। আমি এই পথচলায় সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com