ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

জাগো বুলেটিন
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের কথা কাটাকাটির জেরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শিক্ষকদের অনুরোধে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  ইংরেজি বিভাগের ছাত্র শামীম সিদ্দিকীকে জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দিয়ে ঘুমের ওষুধ খান সেই শিক্ষার্থী। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর সহপাঠীরা ত্রিশালের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
ঘটনার খবর পেয়ে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক তপন কুমার সরকার। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ায় সে এখন শঙ্কামুক্ত। তবে এ ধরনের রোগীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় বলে আমাদের জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের দাবি, অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com