জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান আকাশ অর্ধ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দিবাগত-রাত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান আকাশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। তাই আজ প্রিয় নেতার জন্মদিনে অসহায় ও দুস্থদের সাথে একবেলা খাবার খেতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com