সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোণা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নব গঠিত কমিটি সকলের উপস্থিতিতে সর্বসম্মতভাবে ১০ এপ্রিল রবিবার সন্ধ্যায় পূর্ববর্তী কমিটির সভাপতি মো.পলাশ হোসেন ও সাধারণ সম্পাদক মো. সোহাগ খান সহ অন্যান্যদের অনুমোদিত উক্ত কমিটিতে সভাপতি করা হয়েছে সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী মারুফ আহম্মেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব মীর উজ্জলকে।
কমিটি প্রকাশের পর সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুভূতি জানতে চাইলে, তারা প্রথমেই উপদেষ্ঠা মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নবনির্বাচিত সভাপতি মারুফ আহম্মেদ বলেন, আমাদের উদ্দেশ্য নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণকে একটি সুন্দর এবং সংগঠিত ছাত্রকল্যাণ হিসেবে গড়ে তোলা। দরিদ্র এবং অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য করা সহ আরো অনেক প্রত্যয় ব্যাক্ত করেন।
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগর বলেন, সিনিয়র জুনিয়র সবার একটি সুন্দর মিলবন্ধন তৈরি করা এবং ছাত্রদের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করা। জেলা হতে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সমস্যা সমাধান ও ভর্তি পরীক্ষা তথা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করবো। এককালীন বৃত্তি প্রদান সহ শিক্ষার্থীদের পড়াশোনার সুন্দর পরিবেশ সুনিশ্চিত করবো।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসাবে আছে শরীফ ভূইয়া, জুয়েল মিয়া, সুলেমান খান, রাহুল আরেফিন, হুমায়ুন কবির, শফিকুন ইসলাম, সাব্বির আহম্মেদ, টিটু, সুজন শাহ, মনিরুল, রাজু, আরমান, পাভেল, শহিদুল, অপুর্ব, মোশারেফ, জীবন।
কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জিসান চৌধুরী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিক মাহমুদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক আযহারুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাহেল মিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মুসাররাত রহমান চৈতি, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল, দপ্তর সম্পাদক কাউছার আহম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক সালাউদ্দীন, আইন সম্পাদক আনারুল, ক্রীড়া সম্পাদক হারুন প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com