
‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’—প্রতিপাদ্যকে সামনে নিয়ে পহেলা বৈশাখ, ১৪২৯ ও বর্ষবরণ উদযাপনের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
সোমবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বর্ষবরণের পূর্ণাঙ্গ প্রস্তুতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের শুরুতেই সকাল ৮.১৫টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে উপাচার্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সকাল ৯.৪৫টায় বিভিন্ন অনুষদ, অফিস এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হবে।
এরপর সকাল ১১টায় বাংলা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মহুয়া তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যোগে বিকেল ৩.৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে।
এছাড়া, পহেলা বৈশাখের অনুষ্ঠানাদিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়েছে। এদিন দাপ্তরিক কাজ ব্যতিত ক্যাম্পাসে মটর সাইকেল প্রবেশ/চলাচল বন্ধ থাকবে। এছাড়া বহিরাগত গাড়ীর চলাচল সীমিত রাখা হবে এবং কেন্দ্রীয় মসজিদের পশ্চিমে এবং জাবি স্কুল কলেজের মাঠে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শোভাযাত্রা চলাকালে রং ছিটানোকে নিরুৎসাহিত করে ওই বিজ্ঞপ্তিতে কেউ রং ছিটালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে। নববর্ষের আয়োজনে অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন যথারীতি রুটগুলোতে চলাচল করবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
