ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ই এপ্রিল) বিভাগের ১৯২জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়৷
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর,রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলীসহ ব্যবসায় প্রশাসন অনুষদের অভ্যন্তরে থাকা বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
ইফতারের আগে করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে মারা যাওয়া উক্ত বিভাগটির অভিভাবক-শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারীর জন্য গত দুই বছর বন্ধ ছিল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নিয়মিত ইফতার মাহফিল।
শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাপ্ত হয় এ বছরের ইফতার মাহফিল৷
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com