ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বর্ণাঢ্য শোভাযাত্রায় ইবিতে নববর্ষ উদযাপন

খলিলুর রহমান জীম
এপ্রিল ১৪, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে সুস্বাগত জানালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। এ সময়, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রায় দেড়শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় বটতলা চত্বরে এসে শেষ হয়।

এর আগে, প্রশাসন ভবন চত্বরে বেলুন উড়িয়ে নববর্ষের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে, শিল্পসত্তা ও সৃষ্টিশীল মননের সমন্বয় ঘটিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এতে বাঙালির শাশ্বত লোকজ ঐতিহ্যসমৃদ্ধ শিল্পসামগ্রী যেমন- জোড়া পাখা, একতারা, ঘুড়ি তৈরি করে শোভাযাত্রাকে অনন্য রূপদান করা হয়। এগুলো তৈরিতে বাঁশের চাটাই, খবরের কাগজ, রঙিন কাগজ ও শোলা ব্যবহৃত হয়।

বটতলায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com