
সংগীত পরিচালক সিকদার আকাশের সঙ্গীত পরিচালনায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ঈশিতা। এ জুটির এবারের নতুন গান ‘তুই বড় নিষ্ঠুর’।
গানের কথা লিখেছেন গীতিকবি নূরে আলম মামুন আর সুর করেছেন এস এম মিলন।
গানটি প্রসঙ্গে নূরে আলম মামুন বলেন, এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথায় ভালোবাসা ছুঁয়ে আছে, ঈশিতা রোমান্টিক গান ভালই করে, যদিও তার সাথে এটা আমার প্রথম কাজ। কিন্তু আমার বিশ্বাস তার সাথে করা এই রোমান্টিক গানটি শ্রোতামহল সাদরে গ্রহণ করবেন।
একই প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘আমার ভক্তদের অপেক্ষার পালা শেষ হবে, দারুণ স্যাড রোমান্টিক একটা সুর ও সংগীত হয়েছে, সিকদার আকাশ ভাই ও আমার গানের আলাদা একটা শ্রোতাপ্রিয়তা আছে। প্রথম বারের মত মামুন ভাইয়ের গান কণ্ঠে তুললাম। সব মিলিয়ে এবারের কাজটি আমার শ্রোতাদের জন্য দারুণ কিছু হবে।’
সিকদার আকাশ বলেন, ঈশিতা আমার সাথে অনেক দিন ধরেই কাজ করছেন। অনেক হিট গান আমরা দর্শকদের উপহার দিয়েছি। আশা করি এ গানটিও শ্রোতাদের অনেক ভাল লাগবে। তাছাড়া গানটির কথা ও সুর অসাধারণ, এমন গানে সংগীত পরিচালনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
‘তুই বড় নিষ্ঠুর’ গানটির মিউজিক ভিডিও আজ বৃহস্পতিবার (৩০ জুন) নেক্সট এন্টারটেইনমেন্ট এর ইউটিউবে দর্শকদের জন্য প্রকাশ হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
