এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী প্রত্যয় বড়ুয়া। এতদিন ধরে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সুবীর নন্দী প্রমুখ বরেণ্য শিল্পীদের গাওয়া গান কভার করলেও ‘পুরনো সকাল’ শিরোনামে এবার তিনি কণ্ঠ দিলেন একটি মৌলিক গানে।
“ঘুম থেকে জেগে দেখি, উঠোনে দাঁড়িয়ে আমার পুরনো সকাল” কথামালায় গানটি লিখেছেন প্রখ্যাত গবেষক, স্বনামধন্য গীতিকার এবং ঢাকার কেরানীগঞ্জের গৌরবময় দেওয়ান পরিবারের মরমি ঐতিহ্যের ধারক শাকির দেওয়ান। গানটিতে সুরারোপ করেছেন খ্যাতিমান সুরকার আতিকুর রহমান, যিনি বর্তমানে প্রয়াত। গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী।
প্রবাদপ্রতিম সংগীতব্যক্তিত্ব আতিকুর রহমানকে উৎসর্গ করা গানটি শিগগিরই জি সিরিজের ব্যানারে ভিডিও আকারে প্রকাশ পাবে। গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা।
গানটি সম্পর্কে প্রত্যয় বড়ুয়া বলেন, এই গানটি আমার একটি স্বপ্নের মত। গানে আমার হাতেখড়ি আমার বাবার কাছে হলেও, অনল চ্যাটার্জির কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি। দীর্ঘদিন ধরে আমি কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের গান নিজের কণ্ঠে ধারণ করেছি। তবে মৌলিক গান করতে এসে বেশ সতর্ক ছিলাম। ‘পুরনো সকাল’ গানটির সাথে দুজন সঙ্গীত সাধকের নাম জড়িয়ে আছে। গুরু শাকির দেওয়ান ও প্রয়াত আতিকুর রহমান- তাঁরা স্বস্ব ক্ষেত্রে কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব। তাঁদের একটি সৃষ্টিকর্ম আমার কণ্ঠে ধারণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
গানটির গীতিকার শাকির দেওয়ান বলেন, বাংলাদেশ বেতারের খ্যাতিমান সুরকার শ্রদ্ধেয় আতিকুর রহমান (আতিক কাকা) আমাদের পরিবারের সদস্যদের মত ছিলেন। তিনি বেঁচে থাকতে আমার বেশ কিছু গানে সুর করে গেছেন। কিন্তু তাঁর এমন ক্লাসিক্যাল সুরের গান, বাণিজ্যিক বিষয়কে চিন্তা করে এ প্রজন্মের অনেকেই হয়ত গাইতে গিয়ে দ্বিধায় পড়তে পারেন। তাই দীর্ঘদিন গানগুলো আমার কাছে সযত্নে রেখে দিয়েছিলাম। অবশেষে প্রত্যয়ের সাথে পরিচয়ের পর তার কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। বেশ আবেগ ও যত্ন নিয়ে সে গানটি করেছে। আশা করি, শ্রোতাদের তা বেশ ভাল লাগবে।
গানটির আয়োজক হাবিব মোস্তফা বলেন, গানটির বাণী, সুর, সঙ্গীত ও শিল্পীর গায়কী সব কিছু একজন সমঝদার শ্রোতার হৃদয় স্পর্শ করার মত। এমন একটি ধ্রুপদী কাজের সাথে যুক্ত থাকতে পেরে নিজের মধ্যে একটি মানসিক তৃপ্তি অনুভব করছি। আশা করি, গানটি বেশ আলোচনায় আসবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com