আলোচনা-সমালোচনার মাঝে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি।
এই তথ্য নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে রায়হান রাফি জানিয়েছেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে নতুন সিনেমা সাইন করেছি। আয়োজন করেই নামসহ বাকি ঘোষণা দ্রুতই দেব।’
জানা গেছে, সব ঠিক থাকলে সিনেমাটির শুট শুরু হবে নভেম্বরে। সিনেমাটি প্রযোজনা করছে শাকিবের এসকে ফিল্মস ও বিগ স্ক্রিন।
৩০ সেপ্টেম্বর চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। জানিয়ে দিয়েছেন তাঁদের আড়াই বছরের সন্তানের নাম শেহবাজ খান বীর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com