বাংলাদেশের অন্যতম পরিচিত প্ল্যাটফর্ম বইফেরী ডট কম এবং উইনেক্সের চেয়ারম্যান রাশেদুল আলম রিগ্যানের জন্মদিন আজ।
রাশেদুল আলম রিগ্যান নামের এই তরুণ শুধুমাত্র একজন সফল ব্যবসায়ীই নন। এর বাইরে একজন প্রতিভাবান মানুষ। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি৷ অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রেও।
বই নিয়ে তার স্বপ্ন আকাশ সমান৷ তিনি চান বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে বই পৌছে যাক। সেই চিন্তা থেকেই মূলত বইফেরী প্রতিষ্ঠা করেন৷ প্রথম বছরেই সাফল্যের মুখ দেখতে পায় বইফেরী৷ ইতোমধ্যে লেখক পাঠক প্রকাশকদের আস্থার জায়গা অর্জন করে নিয়েছে বইফেরী ডট কম।
পাশাপাশি উইনেক্স কুরিয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রিগ্যান। জন্মদিনে তাকে এবং তার প্রতিষ্ঠান বইফেরীকে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভানুধ্যায়ীরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com