কবি ও গীতিকার আখতারুজ্জামান আজাদের বহুল জনপ্রিয় কবিতা ‘আওয়াজ এবার তোলো’ এবার গানের সুরে আসছে। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তরুণ আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম শান্ত।
গীতিকার আখতারুজ্জামান আজাদ জানন, ‘আওয়াজ এবার তোলো’ কবিতাটিতে গত সাড়ে তিন বছরে দুই বঙ্গের অনেকেই সুরারোপ করে গেয়েছেন। আলমগীর ইসলাম শান্ত তাদের অন্যতম। সে মূলত আবৃত্তিশিল্পী হলেও তার গায়কীও বেশ দক্ষতার পরিচয় রেখেছে। তিনি আরও বলেন, এই গানে তার কণ্ঠে দ্রোহের ছাপ ছিল, যথেষ্ট যত্নও ছিল। কবিতাটার বার্তা সবাই উপলব্ধি করলেই শান্তর এই প্রচেষ্টা অর্থবহ হবে।
‘আওয়াজ এবার তোলো’র শিল্পী আলমগীর ইসলাম শান্ত বলেন, গত এক যুগ কবিতার সঙ্গে আমার সংসার হলেও কবিতাকে এই প্রথম সুরারোপ করে গান করা। আখতারুজ্জামান আজাদ ভাইয়ের ‘আওয়াজ এবার তোলো’ কবিতাটি ফেসবুকে থেকে সংগ্রহ করে কয়েকদিন পড়লাম, তারপর গুনগুন করে সুর করে একদিন আজাদ ভাইকে পাঠালাম। আজাদ ভাইয়ের দেওয়া সাহসে পুরো কবিতাটি গানের সুরে প্রকাশ করার চেষ্টা করেছি। এটি আমার প্রথম গানের কাজ হচ্ছে। আমি বেশ আনন্দিত, উচ্ছ্বসিত।
ইতোমধ্যে রিদম স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে। আগামী শুক্রবার (১৪ অক্টোবর) গানটি বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেল এবং একই সময়ে আখতারুজ্জামান আজাদের ফেসবুকে অবমুক্ত হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com