চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে আগামীকাল ‘সত্যজিৎ রায়: সভ্যতার সঙ্কট ও অন্যান্য প্রসঙ্গ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
শুক্রবার বিকেল ৫টায় পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই আয়োজন হবে ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৭তম অধিবেশন।
সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেনের এই গ্রন্থের পাঠ-পর্যালোচনা ও সত্যজিৎ রায়ের চলচ্চিত্র বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরী এবং লেখক ও অনুবাদক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
উল্লেখ্য, চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ ছিল গতবছর। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত আয়োজন চলচ্চিত্রের বাহাস পর্বে এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com