জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংসভাবে হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”-এর ১১২তম মঞ্চায়ণ হয়েছে ময়মনসিংহে।
জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় বৃহস্পতিবার রাতে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হয়।
মঞ্চায়ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্যরে সভাপতিত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, সংসদ সদস্য ফখরুল ইমাম, নাজিম উদ্দিন আহমেদ, কাজিম উদ্দিন আহমেদ ধনু, আনোয়ারুল আবেদিন খান তুহিন, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com