ঢাকারবিবার , ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আমাদের পরিবার
  5. কর্পোরেট বুলেটিন
  6. কৃষি সংবাদ
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. জেলা সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. ধর্ম ও জীবন
  14. নাগরিক সংবাদ
  15. পদ্মাসেতু
আজকের সর্বশেষ সব খবর

হাবিব মোস্তফার সুরে পরানের ‘রাতের তারা’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিয়ত শ্রোতাদের রুচিশীল গান উপহার দিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী পরান আহসান। তারই ধারাবাহিকতায়, ইংরেজী নতুন বছর উপলক্ষ্যে হাবিব মোস্তফার সুরে এবার মেলোডিয়াস ঘরাণার একটি গান প্রকাশ করেছেন তিনি। এইচ বি ওয়াহিদের কথায় ‘রাতের তারা’ শিরোনামের এই গানের সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে ভিডিও আকারে প্রকাশিত ‘রাতের তারা’ গানটি শ্রোতারা উপভোগ করছেন এবং সংশ্লিষ্ট সকলের আলোচনায় এসেছে গানটি।

গানটি সম্পর্কে পরান আহসান বলেন, গানটির কথা ও সুরের মধ্যে একটি সাবলীল ভাব রয়েছে। যেকোনো শ্রোতা একবার শোনার পরই গুনগুন করে গাওয়া শুরু করে দিচ্ছে। বিষয়টি আমার মনে বেশ আনন্দময় আবহ তৈরী করেছে। সাধারণ শ্রোতারা যখন একটি গানকে সাদরে গ্রহন করে, শিল্পী হিসেবে একটি গান তৈরীর সার্থকতা তখন পূর্ণতা পায়। আশা করি, সব শ্রেণির শ্রোতারা সমান ভালবাসায় গানটি গ্রহন করবে।

গানটির গীতিকার এইচ বি ওয়াহিদ বলেন, পরান আহসান সময়ের অন্যতম আলোচিত শিল্পী। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমার বাণীতে তার কণ্ঠে একটি গান করব। অবশেষে আজ সেই স্বপ্নপূরণের পালা। খুব ভাল লাগছে, বছরের প্রথম দিনের উপহার হিসেবে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গানটি রিলিজ করতে পেরে।

গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফা বলেন, গানকে আমি ব্যক্তিগত সাধনার অংশ মনে করি। তাই সাধনা হতে সৃষ্ট সব সময় চেষ্টা করি প্রিয় কণ্ঠে ধারণ করে শ্রোতাদের কাছে পরিবেশনের। পরানের কণ্ঠ খুব সুরেলা ও দরাজ। গানটিতে তার গায়কী একাত্ম হয়ে মনে হয়েছে। বাণীর মেজাজ ঠিক রেখে, সুরের গঠনে সহজীকরণ করেছি। শ্রোতাদের কাছে ‘রাতের তারা’ গান একটি প্রেমময় আবেদন তৈরী করবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com