দেশের বহুল প্রচলিত ও ভোক্তাপ্রিয় পণ্য সুরেশ সরিষার তেল। সম্প্রতি সুরেশ সরিষার তেলের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন উপস্থাপক ও সংগঠক রুহিত সুমন এবং তরুণ প্রজন্মের সুন্দরী গ্ল্যামারাস চিত্রনায়িকা মৌ খান।
বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেছেন কুশলী বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহা। এটি ঈদের পর সবগুলো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে নরসিংদীতে। এটির চিত্রগ্রহণ করেছেন হীরা আজাদ। স্থির চিত্রগ্রাহক শিশির জাহাঙ্গীর। রূপসজ্জা করেছেন মালেক ফয়সাল।
এছাড়া, সম্প্রতি কোলকাতায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে স্বনামধন্য চন্দ্রিমা ফ্যাশন আর আর হাবের মডেল হিসেবে কাজ করে এসেছেন রুহিত সুমন। তিনি মূলত একজন ইভেন্ট অর্গানাইজার, উপস্থাপক ও সংগঠক । তিনি ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন তিনি।
/শুভ্র
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com