ইসলামী রেকর্ড লেভেল নাশিদ ফিল্ম থেকে আসছে পারভেজ হুসেন তালুকদার কথায় নতুন দুই নাশিদ। “মহান রবের বন্ধু তুমি” এবং “ওগো বাবা” শিরোনামের এই দুই নাশিদে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী আবু রায়হান।
সুরকার শাহিন ইসলামের সুরে নাশিদ দুটি মুক্তি পাবে নাশিদ ফিল্মের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
পারভেজ হুসেন তালুকদার ছড়াকার হিসেবে পরিচিত। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত পারভেজ নিয়মিত দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। তিনি কাব্য কিশোর অনলাইন পত্রিকার সম্পাদক। তার প্রকাশিত বই- ‘ছড়ার ঝলক’। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে জন্মগ্রহণ করেন।
/শুভ্র/
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com