এবারের ভালোবাসা দিবসে আকাশ মাহমুদ ও শ্রাবণী সায়ন্তনীর দ্বৈত কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘তোকেই শুধু চাই’। দ্বৈত গানটির কথাও লিখেছেন আশিক মাহমুদ ও আলামিন জুমাদ্দার সবুজ এই দুই গীতিকার।
গানের সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ নিজেই। ইতোমধ্যে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওতে অংশ নিতে কলকাতা থেকে এক দিনের জন্য ঢাকায় এসেছিলেন শ্রাবণী সায়ন্তনী।
গানটি প্রসঙ্গে শ্রাবণী সায়ন্তনী বলেন, ‘গানটির কথা দুজন গীতিকার মিলে বেশ যত্ন করে লিখেছেন। আকাশ মাহমুদ ভাইয়ের সঙ্গে এর আগেও একটি গান করেছি। তোকেই শুধু চাই গানটির সুরটা মনের মতো। আমার ভীষণ ভালো লেগেছে। আকাশ ভাই তো ভালো গান করেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার সঙ্গে আমি চেষ্টা করেছি সুরে সুরে তালে তালে ভালোভাবে গাইবার। বাকিটা আসলে গানটি প্রকাশ হওয়ার পর বুঝতে পারব।’
তোকেই শুধু চাই গানটি ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।