সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পরিচিত মুখ বগুড়ার হিরো আলম। পুরো নাম আশরাফুল আলম।
ইউটিউব, ফেসবুকে সমানতালে সরব হিরো আলম। তার ফেসবুক পেইজে অনুসারী ২ মিলিয়ন ছাড়িয়েছে। আজ শুক্রবার নিজের পেইজ থেকে ক্রিয়েট করেন Hero Alam Fan Club নামে একটি ফেসবুক গ্রুপের। যদিও একই নামে ছোট বড় অসংখ্য গ্রুপ ইতোমধ্যে চালু আছে।
নিজের ব্যক্তিগত আইডিতে এবং পেইজে গ্রুপের লিংক শেয়ার করে তিনি লিখেন, আমার ভক্তদের জন্য ফ্যান ক্লাব ওপেন করলাম। সবাই আমারে নিয়ে ভাল ভাল পোস্ট করবে। ভক্তদের আমি ভালবাসি। একই পোস্টে তিনি ঐ গ্রুপে লাইভে এসে ভক্তদের সাথে কথা বলার ঘোষণা দেন।
গ্রুপ সম্পর্কে হিরো আলম বলেন, এটাই আমার একমাত্র অফিসিয়াল ফ্যান ক্লাব। এখানে আমার ভক্তরা আমাকে নিয়ে পোস্ট করবেন। মজা করবেন। তিনি নেটিজেনদের সতর্ক করে আরও বলেন, কোন রকম রাজনৈতিক পোস্ট করবেন না। ১৮+ খারাপ কোন পোস্ট করবেন না। কাউ কে ছোট করে পোস্ট করবেন না। গালাগাল করে পোস্ট করবেন না। ফানি পোস্ট করবেন। আমার ভিডিও শেয়ার করবেন।
ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে থেকে হিরো আলমের ভক্তরা গ্রুপে যুক্ত হয়ে তাদের আবেগের কথা জানাচ্ছে গ্রুপে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com