ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শ্রীলঙ্কায় পুরস্কৃত হলো ‘পায়ের তলায় মাটি নাই’

জাগো বুলেটিন
মার্চ ১৬, ২০২২ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পর্দা নামলো ৬ দিনব্যাপী জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭তম আসরের। শ্রীলঙ্কার অন্যতম আলোচিত এই চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে ‘বিশেষ পুরস্কার’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।

মঙ্গলবার বিকেলে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুকে পুরস্কৃত ছবিগুলোর নাম প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায়, এবারের উৎসবে ‘স্পেশাল জুরি ম্যানশন’ হিসেবে পুরস্কার জিতে নিয়েছে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছবির প্রযোজক আবু শাহেদ ইমন।

উৎসবে ‘বেস্ট ডেব্যু ফিল্ম’ এর পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় বাঙালি নির্মাতা প্রসূন চ্যাটার্জীর ‘দোস্ত জি’।

২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি মার্চে তিন দেশের মোট ছয়টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত বহুল আলোচিত ‘পায়ের তলায় মাটি নাই’ এর সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি সহ আরো এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com