মারা গেছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। জি নিউজ জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১টা ১০ মিনিটে কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে অভিষেক বুধবার সন্ধ্যায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই প্রস্তাবে রাজি হননি তিনি। নিজের বাড়িতেই চিকিৎসা করাতে চেয়েছিলেন তিনি। সেখানেই তার স্যালাইনও চলে বলে জানা যায়।
গনমাধ্যমকে আরেক অভিনেতা ভারত কৌল জানায়, ‘‘মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শ্যুটিংয়ের পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার 'ইসমার্ট জোড়ি' রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। সঙ্গে সঙ্গে কালো কফি দেওয়া হয় তাঁকে। আন্দাজ দুপুর আড়াইটে নাগাদ বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। সেই শেষ দেখা আমাদের।’’
জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত স্মৃতিচারণ করে জানান, ওর চলে যাওয়াটা বাংলা সিনেমায় শূন্যতা সৃষ্টি করবে। মিঠুর মতো অভিনেতারা বাংলা সিনেমার খরার সময় এসে ধরে রেখেছিল এই ইন্ডাস্ট্রিকে। তিনি আক্ষেপ করে আরও লিখেন, ওর জীবনে মৃত্যু এ ভাবে চলে আসবে বুঝিনি। এই বয়সে কেন চলে গেল? মনটা খচখচ করছে। আর তো কথা হবে না মিঠুর সঙ্গে! আমাদের ভুল বোঝাটা কি রয়েই গেল মিঠু?
প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ধার্মিক মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে নত হতেন। সামনে লম্বা ছুটি নিয়েছিলেন। বাইরে যাবেন সপরিবারে। টিকিট কাটা। এ কোন ছুটির টিকিট কাটলেন অভিষেক আপনি?’’
স্টার জলসায় প্রচারিত খড়কুটো ধারাবাহিকের অভিনেত্রী তৃণা বলেন, ‘‘পরশু দিনও শ্যুটে আমি খুব বকাবকি করেছি। শরীরের একদম যত্ন নিচ্ছিল না।’’
একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তীকালে বহু বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবং দূরে সরে যান কাজের থেকে। মাত্র ৫৮ বছর বয়সে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া।
সূত্রঃ আনন্দবাজার, জি নিউজ