প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোস্তফা কামাল মাহ্দী বলেন, রমজান মাস পবিত্র কুরআন নাযিলের মাস। এ মাসে যেন আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করে নাজাতের পথ সুগম করতে পারি সেই লক্ষ্যে প্রত্যেক মুসলমান ভাই বোনদের কে কাজ করে যেতে হবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জীবনকে গঠন করতে হবে।
গতকাল ২২ এপ্রিল রাজধানীর মিরপুর-১০ এ একটি চাইনিজ রেস্টুরেন্টে ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাব এর উদ্যোগে এবং রূপকথার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পরিবারের আয়োজনে প্রধান অতিথি এবং আলোচকের বক্তব্যে মাওলানা মাহ্দী এ কথাগুলো তুলে ধরেন।
ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের উপদেষ্টা এবং রূপকথার বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আমানউল্লাহ আমান এর সভাপতিত্বে বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ওমর সানী ফ্যান ক্লাবের উপদেষ্টা সচিব কিরণ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের আজীবন সম্মাননা সংগঠক এস কে সুমন, রাসেল আমির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, সিনিয়র সদস্য শামীম তালুকদার, তসলিম মৃধা, হাজী শাকিল এবং রূপকথার বাংলাদেশের ইউটিউব চ্যানেলের পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মফিজুল ইসলাম সহ বিভিন্ন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল মাহ্দী।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com