জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে এই ঈদ উপলক্ষে আজ প্রকাশ পাবে জোসনা রে শিরোনামের গান। অনুরূপ আইচ’র কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক নিজেই।
এফ এ সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির চমৎকার মিউজিক ভিডিও প্রকাশ পাবে।
গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, হাসি গানে, ঈদ আনন্দে ক্ষণে ক্ষণে আমার বিশেষ উপহার ‘জোসনা রে’ গানটি। তবে এবারের গানটি অন্য রকম স্বাদের। তিনি আরও বলেন, শ্রোতাদের ভালবাসাকে প্রাধান্য দিয়েই আমি সব সময় গান করি। দেশ ও দেশের বাইরে অগণিত শ্রোতা সমান আগ্রহ নিয়ে আমার গান শুনে, এই বিষয়টি নতুন একটি গান তৈরীর ক্ষেত্রে সচেতনভাবে মাথায় রাখতে হয়। আমার শ্রোতারা যে ধরণের কাজ পছন্দ করেন, এই গানটিও তেমন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com