ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নতুন পরিচয়ে সিকদার আকাশের আবির্ভাব

বিনোদন ডেস্ক
মে ১১, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তরুণ প্রতিভাবান সংগীত পরিচালক সিকদার আকাশ। তার খ্যাতি রয়েছে শিল্পী তৈরির কারিগর হিসেবেও। সংগীত পরিচালনার পাশাপাশি গানের সুরও করে থাকে আকাশ। যারা সিকদার আকাশকে এতদিন সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে জানতেন তাদের অবাক করে দিয়ে নতুন পরিচয়ে আবির্ভাব হচ্ছেন তিনি।

নেক্সট এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য তার সুর, সংগীত এবং কন্ঠে আসছে নতুন গান ‘স্মৃতির পাতা’।

‘স্মৃতি পাতা’ গানটির কথা লিখেছেন এলেক্স সালাম এবং যৌথভাবে সুর করেছেন গানটির গায়ক আকাশ এবং গীতিকার এলেক্স সালাম। শিকদার আকাশের সঙ্গীত পরিচালনায় তার পাশাপাশি লিড গিটার বাজিয়েছেন প্রতিক সরকার (ইন্ডিয়া)।

গানটি প্রসঙ্গে সিকদার আকাশ জানান, নেক্সট এন্টারটেইনমেন্টের জন্য আমার মিউজিকে অনেক কাজ করেছি। তাদের সাথে আমার রসায়ন ভালো যায়। আমার ইচ্ছা ছিলো তাদের ও শ্রোতা দর্শকদের ভালো কিছু উপহার দেবার। আমি আশাবাদী গানটি সবার ভালো লাগবে, আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা পেলে আমি গানেও নিয়মিত হবো।

নতুন গানটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমার প্রথম গানটি ইউটিউবে আসার সাথে সাথে কেমন সাড়া পাই দেখব, যদি আপনাদের ভালবাসা পাই তাহলে আমি কিছু গান উপহার দিব। তবে হারিয়ে যাবার মত গান করব না।

বর্তমান ব্যস্ততা নিয়ে সিকদার আকাশ বলেন, ঈদের আগে টানা ব্যস্ততায় সময় পার করেছি। পরিবারকে একটু সময় দিব তাও পেলাম না। আর এখন কাজ চলছে প্রায় ৪০টা গানের। ৪০টা গানই আমি সংগীত পরিচালনা করছি।

/শুভ্র/

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com