তরুণ শিল্পী সুমন খানের নতুন গান 'ভালোবাসা দিলিনা দিলি যন্ত্রণা'। গানটি লিখেছেন গীতিকার এলেক্স আবদুস সালাম, আর সুর করেছেন এম মিলন আর মিউজিক করেছেন সংগীত পরিচালক সিকদার আকাশ। গানটি এসকে প্লাস মিউজিক এ দর্শক দেখতে পারবে।
মনোরোম পরিবেশে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী সুমন খান, মনিকা, এসকে আলিফ, এসকে রেজাউল, এসকে মাজহারুলসহ অনেকে।
গানটি নিয়ে এসকে প্লাস টিম অনেক আশাবাদি। তাদের প্রত্যাশা গানটি দর্শকদের ভাল লাগবে। গানটি সম্পর্কে শিল্পী সুমন খান বলেন, ভালোবাসা দিলিনা দিলি যন্ত্রণা গানটি সবার ভাল লাগবে। গানটির কথা ও সুর অনেক সুন্দর হয়েছে। আমার দর্শকরা গানটি অনেক পছন্দ করবে এটা আমার বিশ্বাস। গানটি দর্শকদের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে ভিডিও।