
স্বনামধন্য গীতিকার, বিশিষ্ট সাংবাদিক ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেতা আহমেদ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৯ মে) এক শোকবার্তায় জনপ্রিয় এই অভিনেতা বলেন, আবদুল গাফফার চৌধুরী ছিলেন একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, নাট্যকার, সাংবাদিক ও সাহিত্যিক। মহান ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর মত গানের রচয়িতা। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও দেশের স্বপক্ষে তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদেশের মানুষ সারাজীবন তার অবদান স্বরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি হারালো তার এক শ্রেষ্ঠ সন্তানকে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
