দেশীয় বিনোদন অঙ্গনে আলোচিত সমালোচিত নাম হিরো আলম। তবুও পিছিয়ে না পড়ে নিজের মতো এগিয়ে যাচ্ছেন তিনি। শুধুমাত্র বিনোদনের জন্যই একেক সময় একেক গান গেয়ে ভাইরাল নেট দুনিয়ায়।
সম্প্রতি জানা গেছে তারা শ্রোতা-দর্শকদের শুধুমাত্র বিনোদন দেওয়ার লক্ষ্যেই দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান দুটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য না দিলেও ইঙ্গিত দিয়েছেন সময়ের জনপ্রিয় দুটো গান কভার করেছেন তিনি। হিরো আলম বলেন, এমন শ্রোতা নন্দিত গান আমার কন্ঠে যায় না। তবুও শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই এমন গান করা। দর্শকরা বিনোদন হিসাবেই নিবেন, এরচেয়ে বেশি নয়।
ভুল ত্রুটির কথা স্বীকার করেই তিনি বলেন, অনেকেই ভাবতে পারেন এমন গান আমি কেন গাইলাম। আমি শুধুই বিনোদনের জন্য গেয়েছি এবং ভুল ত্রুটি হলেও নিজের ভালো লাগা থেকেই গেয়েছি।
গান দুটির রেকর্ড করা হয়েছে সিকদার স্টুডিওতে আর শিগগিরই একটি গান নেক্সট এন্টারটেইনমেন্ট এবং সিকদার মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com