আলোচনা সমালোচনা যেন বন্ধই হয় না হিরো আলমকে ঘিরে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে হিরো আলমের কণ্ঠে বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত ‘আমার পরানো যাহা চায়’ গানের টিজার প্রকাশের পর শুরু হয় তুমুল সমালোচনা।
অনেকেই দাবি করে রবীন্দ্রসংগীত ‘বিকৃত’ করেছেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও দৃষ্টি আকর্ষণ করে। গানটি নিয়ে সংগীতশিল্পী বেলাল খান একটি পোস্টের মন্তব্যে বলছেন, ‘ওর এই সব শিল্প মানহীন কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।’
শুধু তা-ই নয়, কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকি দিয়েছেন। তাদের মধ্যে একজন উঠতি বাংলাদেশি নির্মাতাও রয়েছেন।
সব কিছু বিবেচনা করে ইউটিউব চ্যানেল ‘নেক্সট এন্টারটেইনমেন্ট’ ভিডিওওটি সরিয়ে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে চ্যানেল সংশ্লিষ্ট একজন বলেন, আমরা বিষয়টি নিয়ে অনুতপ্ত। সামনে এমন প্রকাশ থেকে বিরত থাকব।
হিরো আলম বলেন, রবীন্দ্রসংগীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো না।
হিরো আলম এবং চ্যানেল সংশ্লিষ্টরা নেটিজেনদের রিপোস্টকৃত ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com