কোভিট ১৯ এর প্রথম ও দ্বিতীয় ভোজ টিকাদান কেন্দ্র পরির্দশন করেন ২ নং পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান রয়েল। গাড়াজান সরকারী প্রাখমিক বিদ্যালয়ে কেন্দ্র পরির্দশন করার পর তিনি স্বাস্থ্য সহকারী মোঃ সুলতান মাহমুদও সোহাগ মিয়া সহ এমএইচভি রিতা আক্তার ও নাঈমা আক্তার এর সাথে কথা বলে ২৬ তারিখে মধ্যে পুটিজানা ইউনিয়ন শতভাগ টিকার আওতায় আনর সকল প্রকার প্রক্রিয়া সম্পূর্ণ করার তাগিত দিয়ে তিনি বলেন এ ব্যাপারে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নমজ আলী, পুটিজানা ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ন আহবায়ক মোঃ আতিকুল ইসলাম জমির, সাবেক মেম্বার আশরাফ আলী।
/শুভ /
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com