
বনগ্রাম ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে গত ১৯শে ফেব্রুয়ারি থেকে সরকারি বিধি নিষেধ মেনে মহামারী করোনা ভাইরাসের ভেকসিন গনটিকা দেওয়া হচ্ছে ।গনটিকার ১ম ডোজ দেওয়া চলবে ২৬ শে ফেব্রুয়ারী ২০২২ ইং পর্যন্ত।
এদিকে, আজ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল ইসলাম সরকার ও কটিয়াদি উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।এসময় আরো উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং বনগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ জাফর আলী ও মেম্বার জনাব মোঃ আবদুল কুদ্দুস ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ আবদুল খালেক এবং বিভিন্ন ওয়ার্ড মেম্বার গন মহিলা মেম্বার সহ আরও অনেক গণ্যমাণ্য ব্যাক্তি।
এছাড়াও আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মোঃ সিকান্দার গ্রাম পুলিশ প্রধান ও সকল সদস্য বৃন্দ এবং খোঁজ খবর নেন জনাব মোঃ সোহরাব হোসেন এসআই কটিয়াদী মডেল থানা।
আগামী কাল বনগ্রামে ইউনিয়ন পরিষদের করোনা ভেকসিনের ১ম ডোজের শেষ দিন। তাই যারা এখনও টিকা নেননি সকলকেই আগামীকাল ২৬শে ফ্রেব্রুয়ারি করোনার ১ম ডোজ নেওয়ার জন্য আহ্বান জানান বনগ্রাম ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: জসিম উদ্দিন।
নিজে ভেকসিন নিন এবং অন্যদেরকে উৎসাহীত করুন এবং নিজে বাঁচুন দেশকে বাঁচান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
