ঢাকাশুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

৪ জুন থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কোভিড-১৯ বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
জুন ২, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৪ থেকে ১০ জুন সপ্তাহব্যাপী কোভিড-১৯ বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে আজ বেলা ০৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

মসিকের সচিব রাজীব কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জনাব মোঃ আসিফ হোসেন ডন। প্যানেল মেয়র-১ প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ এখন সীমিত হলেও এর ঝুঁকি দূর হয়নি। অধিকতর সুরক্ষার জন্য সকলেরই উচিত কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ গ্রহণ।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মোকাবেলা এবং টিকাদানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর কার্যক্রম সকল ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। মসিক মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু ও বর্তমান পর্ষদ কোভিড মোকাবেলায় সরকারের সকল নির্দেশনা দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেছে। এ বুস্টার ডোজ সপ্তাহেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে বুস্টার ডোজ প্রদান করা হবে।

মসিক সচিব রাজীব কুমার সরকার তার বক্তব্যে যারা এখনও বুস্টার ডোজ নেননি তাদেরকে বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার আহবান জানান।

মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে মসিকের ৩৩ টি ওয়ার্ড কার্যালয়ের ৬৬ টি বুথে প্রতিদিন সকাল ০৯ টা থেকে বেলা ০৩ টা পর্যন্ত বুস্টার ডোজ প্রদান করা হবে।

এ অনুষ্ঠানে প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মেডিকেল অফিসার ডাঃ আশফিয়া আমরিন সহ অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com