সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, গতকাল সোমবার সকাল ৮টা হতে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সিলেট জেলায় ৩৪, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। এসয়ম সুনামগঞ্জ জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি।
এ সময়ে সিলেট বিভাগে ১হাজার ৪০৩ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে বিভাগে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার শতকরা ২.৭৮ ভাগ। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। আইসিইউ’তে আছেন ১২ জন। এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৪৫ জন, মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩৭৭জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২২৬ জন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com