প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহাসিক মেট্রোরেল যুগে প্রবেশ উপলক্ষে প্রথম দিনেই একটি বিশেষ স্মারক ডাক টিকেট ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নগরীর উত্তরাস্থ দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে রেল যাত্রার প্রথম দিনটির স্মরণে এই স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড অবমুক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানা ।
অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
এই রেল যাত্রার প্রথম দিনের স্মারক ডাক টিকেট ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হবে এবং এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com