ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

জাগো বুলেটিন
এপ্রিল ১১, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঈদকে সামনে রেখে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কেনা যাবে। রেল মন্ত্রণালয় সোমবার সভা করে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথা জানিয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ শিডিউল ঘোষণা করা হয়নি।

আগামী দু-এক দিনের মধ্যে ঈদযাত্রার শিডিউল নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

এদিকে ‘বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সার্ভিস’ নামে ফেসবুকে ট্রেনের টিকিটের অগ্রিম ভুয়া তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে ২৩ তারিখের টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিল, ২৪ তারিখের ২৮, ২৫ তারিখের টিকিট ২৯ এপ্রিল, ২৬ তারিখের টিকিট ৩০ এপ্রিল এবং ২৭ এপ্রিলের টিকিট ১ মে বিক্রি করা হবে।

এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের আগে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com