ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে মানুষের পাশে দাঁড়ানোই যে সংগঠনে কাজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
এপ্রিল ১৩, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা শিশুদের নিয়ে কাজ করে।স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস।’পড়বো খেলবো শিখবো’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জের প্রত্যন্ত এক গ্রাম থেকে বিদ্যানন্দের কার্যক্রম শুরু হয়। সংগঠনটি পথশিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইন সেবা প্রদান করে থাকে।

‘সেরা সম্পর্কগুলো খাবার শেয়ার থেকে সৃষ্টি হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০১৬ সালে শুরু করে এক টাকায় আহার কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহে বিদ্যানন্দ ফাউন্ডেশন (১ফেব্রুয়ারি ২০২২) থেকে নতুন করে কাজ শুরু করে।ময়মনসিংহে মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে একঝাক তরুণ সেচ্চাসেবীরা কাজ করে যাচ্ছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশন ময়মনসিংহে সেচ্চাসেবক জিয়াদ তালুকদার বলেন, প্রতিদিন ১৪০-১৬০ প্যাকেট খাবার শহরের বিভিন্ন স্থানে ভাসমান পথশিশু এবং দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।তিনি আরো বলেন, মাহে রমজানের প্রথম সপ্তাহে শহরের বিভিন্ন এলাকায় ও ময়মনসিংহ জেলা বিভিন্ন উপজেলায় ৮৯০টি দুঃস্থ পরিবারের মাঝে ১ মাসের শুকনো খাবার বিতরণ করা হয়।এবং প্রতিদিন ২০০-২২০ প্যাকেট ইফতার ময়মনসিংহসহ পার্শ্ববর্তী জেলায় বিতরণ করা হচ্ছে।ইফতারে খেজুর, আপেল, এক প্যাকেট বিস্কুট, ডিম, পানি, শরবত ও তেহারি দেওয়া হয়।বিদ্যানন্দের এ কার্যক্রমে কাজ করছেন এক দল স্বেছাসেবী। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এদিকে এক ভিন্ন আয়োজনে যাকাত দিচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ময়মনসিংহে সেচ্চাসেবকরা।ময়মনসিংহে নেত্রকোনা জেলায় যাকাতের জন্য উপযুক্ত মানুষগুলোকে তাঁদের ইচ্ছা অনুসারে কাউকে গরু, কাউকে ছাগল, কাউকে আবার হাঁস-মুরগীর খামার,এছাড়াও মুদির দোকান করে দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে আর্থিক সহায়তাও। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় তারা বিরতিহীনভাবে করে যাচ্ছে কাজটি।


আরো জানা যায়, গত (২২ মার্চ ২০২২) দুপুর ১২টায় নগরীর এডভােকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলায় একশত দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।আরও জানা গিয়েছে শীতকালে শীতবস্ত্রসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকেন।

কিশোর কুমার দাস বলেন : আমরা সফল না বিফল—সেভাবে কখনো মূল্যায়ন করিনি। এক টাকাও নিজেদের না, মানুষের টাকা ও অনুদানে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে হিসেবে বিদ্যানন্দকে সফল বলা যায়। বিদ্যানন্দের প্রতি মানুষের আস্থা বেড়েছে, সেভাবেও বলা যায়। কাজী ফার্মস প্রতিদিন এক হাজার করে ডিম দিয়ে যাচ্ছে। তারা এ পর্যন্ত প্রায় তিন কোটি টাকার ডিম দিয়েছে। কোনো প্রতিষ্ঠান হয়তো চাল দিচ্ছে। করোনাকালে আমরা কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করছি। আমাদের মধ্যে কোনো অহংকারবোধ কাজ করেনি, আমরা আগের মতো স্বাভাবিক মানুষই তো আছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com