ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এক শিক্ষকের দ্বারা তার জন্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
ওই শিক্ষার্থীর নাম শামীম সিদ্দিকী। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।
জানা গেছে, ফেসবুক লাইভে এসে একই বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ওই শিক্ষার্থী। এসময় তিনি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। পরে এ ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে অভিযুক্ত শিক্ষক ড. শেখ মেহেদী হাসানের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন সহপাঠী ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা মোড় চত্ত্বর ও প্রশাসনিক ভবনের সামনে টায়ারে অগ্নিসংযোগ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে।
আত্মহত্যার চেষ্টার ব্যাপারে ড.
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com