নষ্ট বকুল
অধম নূর ইসলাম
আমি চিন্তায় ঘুরে
নিন্দায় পড়ে
পেয়েছি কত কষ্ট,
কার চুমুতে
এ পাড়াতে হয়েছি নষ্ট।
কত খুঁজেছি একটি প্রেমিক
কিনেছি কত ফুল,
ভালোবাসার মোড়ে এসে দেখি
প্রেমিকারই যত ভুল।
প্রেমিক সে-তো শুদ্ধ পুরুষ
তার দোষ দেয়া মহাপাপ,
অন্তর আমার বিরহে পুড়ুক
দেহ আমার রোদ্দে জ্বলুক
সহ্য করি দ্বিগুণ নিন্দার তাপ।
জানি না কিভাবে ফোটাতে হয় ফুল,
এ পাড়াতে আমি এখন
নষ্ট বকুল।