বিপদের দিনগুলো
আবুল হাসান বাউফলী
বিপদের দিনগুলো দীর্ঘ হয়
আলোক বিহীন রজনী।
তড়িঘড়ি করে পালিয়ে যায়
সুখের মহান মনি।
বিপদের পাশে ভাবনা আসে
সুখের দিনের সৃতি।
কত লোকালয় কত ভালোবাসা
ছিল বন্ধু, প্রীতি।
আহা বিপদের দিনে সবার
আমি অযথা, বিরক্তি।
আলোবাতাস সব চলে যায়
থাকেনা হৃদয় শক্তি।