ঢাকারবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দ্বাদশ স্বামীর সন্ধানে ৫২ বছরের মহিলা

জাগো বুলেটিন
জুন ১৮, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

১১বার বিয়ে করেছেন, কোনওটিই টেকেনি। তবুও হাল ছাড়তে নারাজ আমেরিকার মনেট দিয়াজ।

নাম মনেট ডিয়াজ, মন দিয়েও ফেলেন বারে বারে। গঙ্গারাম তবু ১৯ বারে থেমেছিলেন, ইনি কবে থামবেন— জানেন না কেউ। পার্থক্য একটিই গঙ্গারাম ম্যাট্রিক পরীক্ষা দিতেন, আর মনেট দিচ্ছেন দাম্পত্যের পরীক্ষা। ১১তম বিয়েও ভেঙে যাওয়ার পর, সেই ভাঙা মন দিতেই হন্যে হয়ে দ্বাদশ স্বামী খুঁজছেন তিনি।

৫২টি বসন্ত পেরিয়ে আমেরিকার ইউটার বাসিন্দা মনেট ভেবেছিলেন একাদশতম সঙ্গী জন-ই তাঁর আপন-‘জন’। একসঙ্গে যোগ দিয়েছিলেন একটি রিয়্যালিটি শো-তেও। কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীনই ফের ছন্দপতন। বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। আর তা থেকেই বিচ্ছেদের দিকে গড়ায় এই সম্পর্কটিও।

তবে প্রাক্তন স্বামীদের নিয়ে ক্রিকেট দল গঠন করার উপক্রম হলেও এখনই থামতে নারাজ মনেট। ভালবাসার ব্যাপারে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ, তা ওই অনুষ্ঠানেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মনেট। তবে মনেট এ-ও জানিয়েছেন যে, সদ্য প্রাক্তন জনকে তিনি এতটাই ভালবাসেন যে, তাঁকে ভুলতে ‘বিস্তর সময় লাগবে’ তাঁর। কতটা সময়? মনেটের উত্তর, ‘‘অন্তত দু’মাস!’’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com