মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? বলো কি তোমার ক্ষতি জীবনের অথৈই নদী পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি। এ গানের কথায় অনুপ্রাণিত হয়ে নয়, বরং নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অসহায় একটি কিডনি রোগীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্ট সমাজসেবক হাসিব আলম তালুকদার।
গতকাল সন্ধ্যায় রাজধানীতে তার নিজ অফিসে কিডনি রোগীর চিকিৎসা সহায়তায় নগদ ৫০,০০০/- টাকা তুলে দেন তিনি।
এসময় ভবিষ্যতে যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, সাদিদুল ইসলাম নামের এক যুবকের দু’টো কিডনি নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যেই তার কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করে জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে ছেলেটি। তার চিকিৎসায় বিপুল অংকের অর্থের প্রয়োজন। এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে দায়িত্বশীল মানুষ হিসেবে এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক অসহায় মানুষের বন্ধু হাসিব আলম। তার পিতা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com