ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম নিয়ে হিমালয় সেন-এর পথচলা

তানজিদ শুভ্র
অক্টোবর ২২, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অংক করতে খুব ভালো লাগে হিমালয় সেন এর। ছোটবেলা থেকে গণিত ছিল তার প্রিয় বিষয়। প্রায় সব ক্লাসের পরীক্ষায় গণিতে তার মার্ক ছিল অন্যান্য সব বিষয়ের থেকে বেশি। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছোট।

মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় ছোট বেলা থেকে অনেক কষ্টে লেখাপড়া করেছিলেন মেধাবী হিমালয়। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পডাশোনা শেষ করেন তিনি।

একটা সময় তিনি ইউটিউবে বিভিন্ন অনলাইন প্লাটফর্মের ক্লাস দেখেন। তখনই মাথায় আসে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নিয়ে বাংলা ভাষায় কন্টেন্ট যেহেতু কম, এ নিয়ে কাজ করা যায়। যেমন ভাবনা তেমন কাজ। Engineering Classroom নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ যাত্রায় তার গল্পের শুরু।

ছিল না কোনো স্টুডিও, শুরুটা মেছের ছোট্ট রুমের একটা টেবিলের সামনে থেকে নিজের মোবাইলে ভিডিও ধারণ করার মাধ্যমে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সিভিল ডিপার্টমেন্ট এ স্বল্প বেতনে অতিথি শিক্ষক হিসাবে যোগ দেন। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কন্টেন্ট তৈরি করতে থাকে হিমালয়। করোনার প্রভাব পড়ে তার কর্মজীবনেও। অতিথি শিক্ষকের চাকরিও নেই তখন, কিন্তু হিলাময় তার ভিডিও কন্টেন্ট তৈরি থেকে পিছপা হয় নি।

সিভিল টেকনোলজিতে পড়ুয়া পলিটেকনিক শিক্ষার্থীদের অন্যতম আস্থার জায়গা করে নেয় ‘ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম’ ইউটিউব চ্যানেল। বিনামূল্যে ফেসবুক ও ইউটিউবে নিয়মিত ক্লাস নিয়ে এই আস্থা ধরে রাখে হিমালয় সেন। প্রতিদিন গড়ে দশ হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে এই ক্লাস থেকে। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড কন্টেন্টও রয়েছে হিমালয় সেনের। ইতোমধ্যে Engineering Classroom চ্যানেলে এক লক্ষাধিক সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে।

হিমালয় সেন সিভিল ডিপার্টমেন্টের বিষয় ভিত্তিক ক্লাস নেওয়ার পাশাপাশি উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরি প্রস্তুতির জন্য বিভিন্ন ক্লাস নিয়ে থাকেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক লাইভও করেন তিনি।

আপাতত সিভিল টেকনোলজির ক্লাস নিলেও পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য টেকনোলজির ক্লাসের ব্যবস্থা করার প্রত্যাশা ব্যক্ত করেন হিমালয় সেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com