
সাধারণত ইন্টারভিউ দিতে আসা প্রার্থীদের মধ্যে যোগ্যরা চাকরি পান, বাকিরা নিরাশ হয়ে বাড়ি ফেরেন। সম্প্রতি এর ব্যতিক্রম চোখে পড়েছে।
ব্রাইট স্কিলস নামক একটি ই-লার্নিং প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে আসা প্রার্থীরা কেউই খালি হাতে ফেরেননি। অপেক্ষাকৃতভাবে এগিয়ে থাকা প্রার্থীরা চাকরি পেয়েছেন, তবে যারা চাকরি পাননি তারা পেয়েছেন বিশেষ উপহার! নিজ নিজ যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন কোর্স বিনামূল্যে গ্রহণ করে এই প্রতিষ্ঠানেই নিজেদেরকে উন্নততর করার সুযোগ পাচ্ছেন তারা। এই ব্যাপারটি দৃষ্টি আকৃষ্ট করতে সমর্থ হয়েছে নেটিজেনদের।
চলতি বছরের শুরুতে যাত্রা আরম্ভ করে ইতোমধ্যেই প্রায় সতেরো হাজার শিক্ষার্থীর সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
