ইমরান হোসেনের জন্ম ময়মনসিংহে। ২৬ বছর বয়সী এই যুবক ইউটিউব এ কন্টেন্ট তৈরির মাধ্যমে নিজের উপার্জনের পথ খুঁজে নিয়েছে।
ইমরানের এই পথে যাত্রা শুরু ২০১৬ সালে। বিভিন্ন মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে জেনে এবং এর মাধ্যমের আয় করা যাবে ভেবেই নিজের স্মার্টফোন দিয়েই শুরু করে কন্টেন্ট তৈরি করা।
ইমরানের ইউটিউব চ্যানেল ETC Bangla একটি জনপ্রিয় চ্যানেল। এই চ্যানেলে রয়েছে চার লক্ষাধিক সাবস্ক্রাইবার। ইতোমধ্যে ইউটিউব কর্তৃপক্ষ ব্লু ভেজ দিয়েছে ETC Bangla কে আর সিলভার প্লে বাটনও পেয়েছে ইমরান এই চ্যানলের জন্য। বর্তমানে ইউটিউব থেকে ইমরানের মাসিক আয় প্রায় চল্লিশ হাজার টাকা।
দেশের তরুণ ও যুবসমাজ যেন ফ্রিল্যান্সিং এর দিকে সহজভাবে আসতে পারে, কাজ শুরু করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করতে কাজ করবে ইমরান।
ব্যক্তজীবনে ইমরানের বাবা, মা, বোন, স্ত্রী আর ছয় বছর বয়সী এক সন্তান রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তার সাফল্যে তার পরিবারও উচ্ছ্বসিত।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com