ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে মৌমাছি দিয়ে ভ্রাম্যমান মধু সংগ্রহ মধু বিক্রি করে অর্থ উপার্জন করছেন সাতক্ষীরা কালিহাতী থেকে আশা মধু সংগ্রহকারী প্রতিষ্ঠানের মালিক মেরুল্ল্যা রহমান তার শ্রমিক দিয়ে প্রায় ১ মাস যাবৎ মধু সংগ্রহ করছেন।মৌমাছি দিয়ে দেশের বিভিন্ন স্হানে ৭/৮ বছর ধরে মধু সংগ্রহ করছেন বলে মধু সংগ্রহকারী শ্রমিকরা জানান।উপজেলার রাধানগর গ্রামের মানিক খানের মেহগনি গাছের বাগানে ১৫০ টি মৌচাকের বাক্স বসিয়ে বিদেশি মৌমাছি দিয়ে ক্ষেতের কালিজিরা ও ধুনিয়া ফুলের মধু সংগ্রহ করে প্রচুর অর্থ উপার্জন করছে।
মধু সংগ্রহে আসা শ্রমিক তাপস কুমার মন্ডল বলেন বিদেশি মৌমাছি দিয়ে ভালোই মধু সংগ্রহ করছি,এক সপ্তাহ পর পর মৌচাক থেকে ৫/৬ মন মধু সংগ্রহ করি মধু দেশের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করি।কালিজিরা ফুলের মধুর দাম বেশি থাকায় এব্যবসায় লাভবান হচ্ছি।এবিষয়ে নগরকান্দা উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ বলেন প্রায় প্রতিবছর আম ও ধুনিয়া ফুলের মধু সংগ্রহ করতে দেশের বিভিন্ন স্হান থেকে মৌচাষিরা মৌ বক্স নিয়ে এসে ভ্রাম্যমাণ ভাবে মধু সংগ্রহ করে থাকে এবং মধু বিক্রি করে তারা প্রচুর টাকা কামায়। তারা যেমন একদিকে মধু পায় অন্যদিকে মৌমাছি ক্ষেতের ফসলের ফুলের পরাগায়ন সৃষ্টির কারনে আমাদের এই এলাকার কৃষক তাদের পেঁয়াজ, কালিজিরা,আমের ফলন বেশি পাচ্ছে কুষকরা লাভবান হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com