
উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহাদত হোসেন মুন্সি হাসেঁর খামার করে স্বাবলম্বীর স্বপ্ন দেখছেন।
তার বাড়ির সামনে রাস্তার পাশে খাদসহ চরান জমিতে
এবছরই হাসেঁর খামার করেন।
শুরুতেই ক্যামব্রিলা জাতের ১ হাজার হাসেঁর বাচ্চা কিনে এনে শুরু করেন হাসেঁর খামার।
প্রচন্ড শীতের প্রভাবে ১ হাজার হাসেঁর বাচ্চার মধ্যে প্রায় ১’শো হাসেঁর বাচ্চা মারা যায়।বর্তমানে তার খামারে ৯ ‘শ হাঁস রয়েছে।
হাসেঁর খামারের মালিক মোহাম্মদ শাহাদত হোসেন বলেন প্রায় ৪ মাস আগে ক্যামব্রিলা জাতের ১ হাজার হাঁসের বাচ্চা কিনে এনে হাঁসের খামার করি।শীতের সময় ১’শ হাসঁ মারা গেলেও বর্তমানে ৯’শ হাঁস খামারে রয়েছে।
হাঁসগুলো পাঁচ মাস বয়স থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই হাঁসগুলো ডিম পারবে। সরকারিভাবে অনুদান পেলে ব্যাপক হারে হাসির খামার গড়ে তুলতে পারব।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
