সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে পান চাষে আগ্রহী হয়েছেন ওই এলাকার অনেক মানুষ।
পান চাষী এনায়েত উল্লাহর সাথে কথা বলে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ প্রথমে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা নিয়ে আসেন। পরে বরজে সরিষার খৈল ও গোবর ব্যবহার করে বাঁশের খুঁটিতে পুঁতে রেখে জমি চাষের উপযোগী করে মাচান তৈরি করেন। মাত্র কয়েক শতাংশ জমিতে পানের চারা রোপনের কিছু দিন পরই ভালো ফলনও হয়েছে। ইতি মধ্যে তিনি কয়েক লক্ষ টাকার পান বিক্রিও করেছেন। এ কাজে তাকে তার পরিবারের লোকজন সহায়তা করেন। এরপর থেকে তার বাগানে পান উৎপাদন অব্যাহত রয়েছে।
এদিকে এনায়েত উল্লাহর এই পান চাষ দেখতে সেখানে প্রতিদিন অনেক মানুষ ভীড় করছেন। স্থানীয় ইউপি সদস্য আজাদ উজ্জলের সহায়তায় দিনদিন সফলতার স্বপ্ন দেখছেন এখন এনায়েত উল্লাহ।
পানের বরজ থেকে প্রায় সারাবছরই কৃষক আয় করতে পারেন। অর্থনৈতিক বিবেচনায় পানচাষ লাভজনক।এখানে বাংলা, মিঠা, উজানী, মাঘি, বরিশালসহ হরেক রকম জাতের পানের চাষ করা যাবে বলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com