প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২২, ১২:৫৩ পূর্বাহ্ণ
দৃঢ় আত্মপ্রত্যয়ী তৌহিদের সাফল্যগাঁথা
মোঃ তৌহিদুজ্জামান। জন্ম ও বেড়ে উঠা ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার অজোপাড়া গায়ে। স্বপ্ন পূরণে প্রতিনিয়ত ছুটে চলছে নিজ উদ্যোমে। কারিগরি ও বৃত্তিমূলক স্বনির্ভর বাংলাদেশের এক স্বাপ্নিক হয়ে নিম্ন মাধ্যমিক থেকেই আনুষ্ঠানিকভাবে কারিগরি শিক্ষার সাথে যুক্ত হন। নিজে দক্ষ হওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনে নিয়মিত কাজ করে যাচ্ছে তৌহিদ।
ভালোবাসেন নিজে শিখতে এবং অন্যকে শেখাতে। কখনও শিক্ষক আবার কখনও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তৌহিদ। ডিপ্লোমা কোর্স চলাকালীন সময় থেকেই বিভিন্ন টেকনিক্যাল ইন্সটিটিউটে পাঠদানের অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতিথি প্রশিক্ষকও ছিলেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)’র একজন অ্যাসেসর ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্ম দায়িত্বের পাশাপাশি সময় পেলেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তৌহিদ। পাঠ্যক্রমের পাশাপাশি নিজেকে দক্ষ করে তোলার জন্য কী করা যায় কিংবা কোথায় কোন বিষয়ে সঠিক প্রশিক্ষণ পাওয়া যাবে এমন অসংখ্য প্রশ্নের উত্তর তিনি দিয়ে থাকেন। বিভিন্ন সময় যাত্রাকালে পথসভায় জনসাধরণের মাঝে কারিগরি শিক্ষার সুফল নিয়ে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। ক্যারিয়ার গাইডলাইন কিংবা অন্যান্য প্রয়োজনীয় দিকনের্শনামূলক ভিডিও করে সবাইকে জানানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
তৌহিদুজ্জামান প্রতিষ্ঠা করেছেন ই-বই বিতান নামে অনলাইন বুক শপ। কারিগরি শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন বই নিজের শহরে অনেকেই খুঁজে পান না। সেক্ষেত্রে যে ভোগান্তি হয় তা লাগব করার জন্যই এমন পরিকল্পনা করেন তিনি। অনেক সময় অস্বচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যেও বই সরবরাহ করা হয়। তৌহিদ বলেন, “অনেককে একসাথে হয়ত বিনামূল্যে বই পাঠানোর সামর্থ্য আমার নেই। তবুও ক্ষেত্র বিশেষে চেষ্টা করি পাঠানোর।”
এরকম সহযোগীতামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথেও জড়িত আছে তৌহিদুজ্জামান তৌহিদ। বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, করোনায় কর্মহারা মানুষের মাঝে জরুরী খাদ্য সামগ্রী ছাড়াও শীতে আশ্রয়হীনদের শীত বস্ত্র এবং ঈদ উৎসবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নিয়মিত।
তৌহিদুজ্জামান স্বপ্ন দেখে এক সুন্দর আগামীর, কারিগরি শিক্ষায় স্বাবলম্বী একটি জাতির। তৌহিদ তার স্বপ্ন নিয়ে বলে- “আমি আমার এলাকায় একটি বেকার যুবকদের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করতে চাই। যেখানে তারা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাদেরকে বেকারত্বের অভিশাপ দূর করে দক্ষ নাগরিক হিসেবে পরিচিত করে তুলতে চাই। যেহেতু আমি এখনও যথেষ্ঠ স্বাবলম্বী হই নি, সেহেতু এ বিষয়ে সমাজের বিত্তশালী ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।”
সম্প্রতি তৌহিদুজ্জামান কাজের স্বীকৃতি স্বরূপ রিসডা ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে বিশেষ সম্মানা পান। এছাড়াও কারিগরি শিক্ষার ইতিবাচক প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ দেখে অনেকেই ‘কারিগরি শিক্ষার ফেরিওয়ালা’ বলে ডাকে।
তৌহিদুজ্জামানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল দেওনাইপাড় গ্রামে। ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি. ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন শুরু করেন তৌহিদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত