ঈদের আনন্দকে আরও একটু বর্ণিল করতে মানুষ ছুটছে নানান ধরনের বিনোদন কেন্দ্রে। শিশু-কিশোরসহ সকল বয়সের মানুষ ঈদে চায় পরিবারের সদস্যদের বাড়তি কিছু আনন্দ দিতে।
আর এই আনন্দে মেতে ওঠার জন্য পঞ্চগড়ের একমাত্র বিনোদন পার্ক হিমালয়ে ঈদের তৃতীয় দিনেও (১২জুলাই) দর্শনার্থীদের ছিল দেখার মত উপচেপড়া ভীড়।
দেশের অন্যান্য জেলা সমূহে সাধারণ মানুষের চিত্ত বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকলেও উদ্যোক্তার অভাবে পঞ্চগড়ে তেমন কোন বিনোদন পার্ক গড়ে ওঠেনি।
পঞ্চগড় শহর থেকে ২ কিলোমিটার দুরে তালমা এলাকায় তালমা নদীর কোল ঘেষে স্বল্প পরিসরে হিমালয় পার্ক নির্মান করা হয়।
২০ থেকে ২২ বিঘা জায়গায় উপর স্থাপিত হিমালয় পার্কই এখন বিনোদনপ্রেমি মানুষের ক্ষণিক আনন্দের উৎস হয়ে উঠেছে।
এবার আর সে করোনা না থাকায় পবিত্র ঈদ উপলক্ষে হিমালয় পার্কে ছিল সকল বয়সি নারী/পুরুষ ও শিশু-কিশোরের ব্যাপক সমাগম। সকল বয়সী মানুষ আনন্দে একাকার হয়ে হিমালয় পার্কে উপচেপড়া ভীড় করেছে। শিশু-কিশোররা পার্কের বিভিন্ন রাইডে দলবেধে উঠেছে।
জেলার ও জেলার পার্শ্ববর্তী থেকে আসা দর্শনাথীরা জানায়, করোনা থাকায় গত দুই বছরে আমরা বাড়ি থেকে বের হতে পারিনি। এবার ঈদে পরিবার নিয়ে আনন্দে এই হিমালয় পার্কে এসে বেশ মজা করে আনন্দ উপভোগ করছি।
এদিকে হিমালয় পার্কের স্বত্বাধিকারী মো: শাহিন জানান, গত দুই বছরে হিমালয় পার্ক বন্ধ থাকায় কর্মচারীদের বেতন ঠিক মত দিতে পারিনি। আশা করি এই ঈদে যেভাবে সাধারন মানুষের ঈদ আনন্দ করতে পার্কে এসে আনন্দ ফূর্তি করছে এতে তারা যেমন আনন্দে মেতে উঠেছে আমার বেশ ভাল লাগছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com